বাসস
  ০৩ মে ২০২৫, ১৬:২৬

গ্রিসে ব্যাংকের কাছে বিস্ফোরণে এক নারীর মৃত্যু হয়েছে

ঢাকা, ৩ মে, ২০২৫ (বাসস) : উত্তর গ্রীক শহর থেসালোনিকিতে ব্যাংকের পাশে বিস্ফোরণে শনিবার ভোরে এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

৩৮ বছর বয়সী ওই মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু বিস্ফোরণের সময় তার হাত মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় তিনি মারা যান। 

এথেন্স থেকে এএফপি আজ এই খবর জানায়।

এদিকে পুলিশের মুখপাত্র কনস্টানশিয়া ডিমোগ্লিডু বলেছেন, তদন্তকারীরা নির্ধারণ করছেন মহিলাটি বিস্ফোরিত ডিভাইসটি বহন করছিলেন কি-না।

তিনি স্কাই টিভিকে বলেছেন, ওই মহিলা পুলিশের পরিচিত ছিলেন। এমনকি ডাকাতির সাথে জড়িত থাকার যথেষ্ট প্রমাণ পুলিশের কাছে রয়েছে।

পুলিশ সূত্রের খবর, তদন্তকারীরা সন্দেহ করছেন, ব্যাঙ্কের এটিএম-এ রাখার আগেই ডিভাইসটি তার হাতেই বিস্ফোরিত হয়ে থাকতে পারে।

গ্রিসের সংগঠিত অপরাধ অধিদপ্তর তদন্তের দায়িত্ব নিয়েছে, যদিও আশেপাশের এলাকাটি এখনও অবরুদ্ধ রয়েছে।