শিরোনাম
ঢাকা, ৩ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের ইলিনয়ের একটি আদালত ছয় বছরের এক ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন শিশুকে নৃশংসভাবে হত্যার দায়ে শুক্রবার ৭৩ বছর বয়সী জোসেফ জুবাকে ৫৩ বছরের কারাদণ্ড দিয়েছেন। ইসরাইল-গাজা যুদ্ধ শুরুর এক সপ্তাহ পর সংঘটিত এই বর্বর হামলাটি ঘৃণা-অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরাইল-হামাস যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রজুড়ে মুসলিম ও ফিলিস্তিনি বংশোদ্ভূত নাগরিকদের ,প্রতি বৈরিতা বেড়ে যাওয়ার মধ্যেই এই ভয়াবহ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জোসেফ জুবা নিহত শিশু ওয়াদেয়া আল-ফাউমি ও তার মা হানান শাহিনের বাসার বাড়িওয়ালা ছিলেন। শিশুটিকে তি,নি ২৬ বার ছুরিকাঘাত করেন। ময়নাতদন্তে শিশুটির পেট থেকে ছয় ইঞ্চি লম্বা একটি সামরিক ধাঁচের ধারালো ছুরি বের করা হয়।
শিশুটির মা শাহিন এবং জুবার সাবেক স্ত্রী মেরি আদালতে সাক্ষ্য দিয়ে বলেন, গাজা সংঘাত নিয়ে ক্ষোভ থেকে জুবা মুসলিম পরিবারটির ওপর হামলা চালিয়েছিলেন।
ঘটনার দিন জুবা জোর করে শাহিনের শয়নকক্ষে ঢুকে তাকে বারবার ছুরিকাঘাত করেন। শাহিন কোনোভাবে বাথরুমে আশ্রয় নিয়ে দরজা বন্ধ করে পুলিশে ফোন করেন। এ সময়েই জুবা ছুটে গিয়ে তার ছেলেকে নির্মমভাবে আঘাত করেন।
শাহিন ভাগ্যক্রমে বেঁচে গেলেও সন্তানকে আর রক্ষা করতে পারেননি।
মামলার সরকারি কৌঁসুলি জেমস গ্লাসগো বলেন, 'একজন নিরপরাধ শিশু ও তার মায়ের ওপর এমন নির্মমতা—এই অপরাধীর নৈতিক অধঃপতনের মাত্রা কল্পনাতীত। এই ঘটনা শুধু একটি পরিবার নয়, সমগ্র মানবতার বিরুদ্ধে সহিংসতা।'
মামলায় জুরি মাত্র এক ঘণ্টা আলোচনার পর জোসেফ জুবাকে প্রথম ডিগ্রির হত্যাকাণ্ড, হত্যাচেষ্টা ও দুটি ঘৃণা-অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত করেন।
বিচারক অ্যামি বার্তানি-টমচ্যাক রায়ে বলেন, ওয়াদেয়ার হত্যার দায়ে ৩০ বছর, তার মায়ের ওপর হামলার জন্য ২০ বছর এবং ঘৃণা-অপরাধের জন্য ৩ বছর কারাদণ্ড দেওয়া হচ্ছে—যা একটির পর একটি ধারাবাহিকভাবে ভোগ করতে হবে জুবাকে। অর্থাৎ মোট ৫৩ বছর কারাবাস।
রায় ঘোষণার সময় শিশুটির নানা মাহমুদ ইউসুফ আবেগ জড়িত কণ্ঠে বিচারকের উদ্দেশে বলেন, 'আমরা জানতে চাই—কেন? কীভাবে একজন মানুষ এমন কাজ করতে পারে?'
তবে আদালতে জোসেফ কোনো প্রতিক্রিয়া দেখাননি বা কোনো উত্তর দেননি।
উইল কাউন্টি শেরিফের অফিস থেকে জানানো হয়েছে, হামলাটি ‘শুধু ধর্মীয় পরিচয়—মুসলিম হওয়ার কারণে এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে কেন্দ্র করে’ সংঘটিত হয়েছিল।
ঘটনার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে ‘ঘৃণ্য বিদ্বেষপ্রসূত অপরাধ’ আখ্যা দিয়ে বলেন, 'আমেরিকায় এমন সহিংসতার কোনো স্থান নেই।”