শিরোনাম
ঢাকা, ৩ মে, ২০২৫ (বাসস) : গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা শনিবার জানিয়েছে, খান ইউনিস শরণার্থী শিবিরে রাতভর ইসরাইলি হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক বছর বয়সী তিনটি শিশুও রয়েছে।
গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ভোর ৩টার দিকে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শিবিরে আল-বায়রাম পরিবারের বাড়িতে এই বোমা হামলায় ১১ জন নিহত হয়েছেন।
বাসাল এএফপি-কে জানিয়েছে, নিহতদের মধ্যে আটজনকে শনাক্ত করা হয়েছে এবং এরা সকলেই একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে এক বছরের একটি ছেলে ও এক মাস বয়সী একটি মেয়ে রয়েছে।
এএফপি’র সঙ্গে যোগাযোগ করা হলে, ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি।
শুক্রবার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত অঞ্চল জুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। গত ২ মার্চ থেকে অঞ্চলটিকে ইসরাইল সম্পূর্ণভাবে অবরোধ করে রেখেছে।