বাসস
  ০৩ মে ২০২৫, ১৪:২৮

সিআইএ ১,২০০ জন কর্মী কমাবে: রিপোর্ট

ঢাকা, ৩ মে, ২০২৫ (বাসস) : ওয়াশিংটন পোস্ট শুক্রবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)’র প্রায় ১হাজার ২শ’ জন কর্মী কমানোর পরিকল্পনা করছে। 

অন্যদিকে অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো থেকেও হাজার হাজার কর্মী কমানোর পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সংবাদপত্রটি জানিয়েছে, ট্রাম্প প্রশাসন সিআইএতে পরিকল্পিত ছাঁটাই সম্পর্কে আইন প্রণেতাদের অবহিত করেছে। 

এই প্রক্রিয়া কয়েক বছর ধরে চলবে। মূলত নতুন নিয়োগ কমিয়ে পদ কমানো হবে, সরাসরি কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে নয়।

প্রতিবেদন সম্পর্কে জানতে সিআইএর একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নির্দিষ্ট কোনো সংখ্যা নিশ্চিত করেননি। তবে তিনি বলেছেন, সিআইএর পরিচালক জন র‌্যাটক্লিফ ‘প্রশাসনের জাতীয় নিরাপত্তা অগ্রাধিকারের প্রতি সিআইএ কর্মীবাহিনী যাতে সাড়া দিতে পারে, তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছেন।’

মুখপাত্র আরো বলেন, ‘এই পদক্ষেপগুলো সিআইএকে নতুন শক্তিতে উজ্জীবিত করার, উদীয়মান নেতাদের জন্য সুযোগ তৈরি করার এবং সিআইএকে নিজের লক্ষ্য পূরণের জন্য আরও ভালোভাবে অবস্থান তৈরি করার সামগ্রিক কৌশলের অংশ।’

ট্রাম্পের নিয়োগ দেওয়া র‌্যাটক্লিফ জানুয়ারিতে সিআইএর পরিচালক হিসেবে দায়িত্ব নেন। তিনি এর আগে আইনপ্রণেতাদের বলেছিলেন, তাঁর নেতৃত্বে সংস্থাটি ‘অন্তর্দৃষ্টিপূর্ণ, বস্তুনিষ্ঠ, সর্বজনীন উৎস বিশ্লেষণ তৈরি করবে। রাজনৈতিক বা ব্যক্তিগত পক্ষপাত যেন আমাদের বিচার বা আমাদের পণ্যকে মেঘাচ্ছন্ন করতে না পারে।’

তিনি আরো বলেন, ‘আমরা বিশ্বের প্রতিটি প্রান্তে, যতই অন্ধকার বা কঠিন হোক না কেন, গোয়েন্দা তথ্য, বিশেষ করে মানব গোয়েন্দা তথ্য সংগ্রহ করব।’ এ ছাড়া, ‘প্রেসিডেন্টের নির্দেশনায় গোপন অভিযান পরিচালনা করব, যেখানে অন্য কেউ যেতে পারবে না এবং যা অন্য কেউ করতে পারবে না।’