শিরোনাম
ঢাকা, ২ মে, ২০২৫ (বাসস) : ইরান শুক্রবার জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি তেল ক্রয়ে সংশ্লিষ্ট দেশ বা ব্যক্তিদের ওপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুমকি দিলেও, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক নিষেধাজ্ঞা তাদের নীতিতে কোনো পরিবর্তন আনবে না।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এই বেআইনি আচরণের ধারাবাহিকতা ইরানের যৌক্তিক, বৈধ এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে প্রতিষ্ঠিত অবস্থানে কোনো পরিবর্তন আনবে না।’
বিবৃতিতে আরও বলা হয়, এই নিষেধাজ্ঞাগুলো ‘কূটনৈতিক পথে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা সম্পর্কে গভীর সন্দেহ ও অবিশ্বাস সৃষ্টি করছে।’