শিরোনাম
ঢাকা, ২ মে, ২০২৫ (বাসস): ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার সিরিয়ার রাজধানী দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বিমান হামলা চালিয়েছে। তারা সতর্ক করে বলেছে, সিরিয়ার সরকার যদি দ্রুজ সংখ্যালঘুদের সুরক্ষা দিতে ব্যর্থ হয় তবে ইসরাইল হস্তক্ষেপ করবে। ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার একথা জানিয়েছে।
জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।
সিরিয়ায় মারাত্মক সাম্প্রদায়িক সংঘর্ষের পর টেলিগ্রামে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘প্রেসিডেন্ট প্রাসাদের পাশের এলাকায় বিমান হামলা চালিয়েছে’।