শিরোনাম
ঢাকা, ২ মে, ২০২৫ (বাসস): সিরিয়ার অন্তর্বর্তী সরকারের শীর্ষ কূটনীতিকের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বৈঠকের বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছে ওয়াশিংটন। মুয়াহ্হিদুন বা দ্রুজ সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বেড়ে যাওয়ায় সাম্প্রদায়িক উত্তেজনা রোধে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসআদ আল-শায়বানি গত শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরে নিজ দেশের পতাকা উত্তোলন করেন। ২০২৪ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের পতনের পর এটিকে সিরিয়ার ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার নিউইয়র্কে সিরিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে।
তিনি বলেন,,'আসাদ পরবর্তী কর্তৃপক্ষকে আমরা স্থিতিশীলতা নিশ্চিত করে এমন নীতিমালা গ্রহণের আহ্বান জানিয়েছি।' যদিও এ বিষয়ে কোনো অগ্রগতির মূল্যায়ন দেননি তিনি।
ব্রুস আরও বলেন, 'ভবিষ্যতে সম্পর্ক স্বাভাবিকীকরণ বা নিষেধাজ্ঞা প্রত্যাহার... এসব কিছু নির্ভর করবে অন্তর্বর্তী কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এবং আমাদের নির্ধারিত আস্থা-নির্মাণমূলক পদক্ষেপগুলোর প্রতি তাদের ইতিবাচক সাড়া দেওয়ার ওপর।'
ডিসেম্বরে, তখনকার প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র যেসব শর্ত উপস্থাপন করেছিল, সেগুলোর মধ্যেই রয়েছে সংখ্যালঘুদের সুরক্ষা এবং আসাদের মিত্র ইরানের সিরিয়ায় প্রভাব বিস্তারের পথ রোধ করা।
আসাদকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর থেকে সিরিয়ায় বারবার সাম্প্রদায়িক সংঘাত দেখা দিয়েছে।
দ্রুজ সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা বৃহস্পতিবার দাবি করেন, সম্প্রদায়টির বিরুদ্ধে 'গণহত্যামূলক অভিযান' চালানো হচ্ছে; মাত্র দুদিনের সহিংসতায় ১০২ জন নিহত হয়েছেন।
এদিন এক বিবৃতিতে ব্রুস বলেন, 'সিরিয়ায় ড্রুজ সম্প্রদায়ের সদস্যদের লক্ষ্য করে সাম্প্রতিক সহিংসতা ও উসকানিমূলক বক্তব্য নিন্দনীয় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।'
তিনি আরও বলেন, :অন্তর্বর্তী কর্তৃপক্ষকে অবিলম্বে এই লড়াই থামাতে হবে, সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে এবং সব সিরীয় নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।'