বাসস
  ০১ মে ২০২৫, ১৮:৫৪

সিরিয়ায় সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৭৩

ঢাকা, ১ মে, ২০২৫ (বাসস): সিরিয়ায় গত দুই দিনের সাম্প্রদায়িক সংঘর্ষে অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

বৈরুত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

যুক্তরাজ্যভিত্তিক এই মানবাধিকার সংস্থা জানিয়েছে, জারামানা এবং সাহনায়ায় নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর ৩০ জন সদস্য, সংখ্যালঘু দ্রুজ যোদ্ধা ১৫ জন এবং একজন বেসামরিক নাগরিক রয়েছেন।

এছাড়া দক্ষিণ সুয়েদা প্রদেশে ২৭ জন অস্ত্রধারী দ্রুজ যোদ্ধা নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৩ জন বুধবার সুয়েদা-দামেস্কাস সড়কে ‘অতর্কিত হামলায়’ নিহত হয়েছেন।