বাসস
  ২০ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৯

সাজার বিরুদ্ধে বলসোনারোর করা আপিল খারিজ করলো ব্রাজিলের আদালত

ঢাকা, ২০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ব্রাজিলের সুপ্রিম কোর্টের একজন বিচারক গতকাল শুক্রবার কারাবন্দী দেশটির সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর অভ্যুত্থানের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে করা নতুন আপিল খারিজ করে দিয়েছে। 

বিচারক বলসোনারোর নতুন আপিল অগ্রহণযোগ্য বলে ঘোষণা করেছে। 

আদালতের একটি নথির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানেিয়ছে।

দেশটির সর্বোচ্চ আদালত তার সমস্ত আপিল নিষ্ক্রিয় করার ঘোষণা দেওয়ার পর, ৭০ বছর বয়সী বলসোনারো নভেম্বরে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করতে শুরু করেন। 

খবর এএফপি’র।

তার পরেও, তার আইনজীবীরা তাকে কারাগারে পাঠানোর তিন দিন পর, মামলার মূল বিষয় নিয়ে আপিল দায়ের করেন।

বলসোনারোর বিরুদ্ধে বিচারের রায় প্রদানকারী বিচারক আলেকজান্দ্রে ডি মোরেস বলেন, আপিল তখনই গ্রহণযোগ্য হয় যখন দুই জন বিচারক দোষ না দেওয়ার পক্ষে ভোট দেন। সর্বোচ্চ আদালতের পাঁচ জন বিচারকের মধ্যে মাত্র একজন বিচারক বলসোনারোকে দোষী না দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন।

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা এই অতি-ডানপন্থী বলসোনারো তার ব্যর্থ পুনঃনির্বাচনের প্রচেষ্টার পর, প্রেসিডেন্ট  লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতা গ্রহণ থেকে বিরত রাখার জন্য একটি ষড়যন্ত্রে নেতৃত্ব দেওয়ার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।

তবে জাইর বলসোনারোর নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, তিনি রাজনৈতিক নিপীড়নের শিকার।