বাসস
  ০১ মে ২০২৫, ১৮:১৯

কেনিয়ার নাইরোবিতে গুলিতে প্রাণ হারায় রাজনীতিবিদ: অফিসিয়াল

ঢাকা, ১ মে, ২০২৫ (বাসস): কেনিয়ার রাজধানী নাইরোবির একটি সড়কে বুধবার দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সংসদ সদস্য চার্লস ওংঅংডো। কেনিয়ার জাতীয় সংসদের স্পিকার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই তথ্য নিশ্চিত করেন।

নাইরোবি থেকে এএফপি এই তথ্য জানায়।

স্পিকার মোসেস উইটাঙ্গুলা সামজিক যোগাযোগ মাধ্যম ‘এক্সে’ এক পোস্টে জানান, ‘এই ঘটনা গভীর শোক ও অবর্ণনীয় কষ্টের সংবাদ যা আমি এই সন্ধ্যায় পেয়েছি। কাসিপুল আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ওংঅংডো নৃশংস হত্যার শিকার হয়েছেন। নাইরোবির মরচুয়ারী শহরের নিকটে এনগঙ্গ সড়ক এলাকায় এই দুঃখজনক ঘটনাটি ঘটেছে।’