বাসস
  ০১ মে ২০২৫, ১৫:৩১

ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করা দুই চীনা নাগরিক আটক

ঢাকা, ১ মে, ২০২৫ (বাসস): ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার জানিয়েছেন, ইউক্রেনীয় সেনারা রাশিয়ার হয়ে যুদ্ধ করা দুই চীনা নাগরিককে আটক করেছে। এ ঘটনার পর বেইজিংয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে কিয়েভ।

কিয়েভ থেকে এএফপি জানায়, জেলেনস্কি বলেছেন, 'আমাদের সেনারা রুশ বাহিনীর অংশ হয়ে যুদ্ধ করা দুই চীনা নাগরিককে আটক করেছে। ঘটনাটি ইউক্রেনের ভূখণ্ডে দনেৎস্ক অঞ্চলে ঘটেছে।"

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের নথিপত্র, ব্যাংক কার্ড এবং ব্যক্তিগত তথ্য ইউক্রেনের হাতে রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি এই তথ্য জানান এবং আটক এক ব্যক্তির ভিডিও শেয়ার করেন।

ভিডিওটিতে দেখা যায়, সামরিক পোশাক পরা একজন ব্যক্তি হাত বাঁধা অবস্থায় যুদ্ধক্ষেত্রের শব্দ অনুকরণ করছেন এবং কিছু মান্দারিন শব্দ উচ্চারণ করছেন। একপর্যায়ে তিনি ‘কমান্ডার’ শব্দটি উচ্চারণ করেন।

একজন জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা এএফপিকে বলেন, আটক ব্যক্তিরা সম্ভবত চীনের নাগরিক, যারা রুশ সেনাবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যুদ্ধক্ষেত্রে এসেছেন; বেইজিং তাদের পাঠিয়েছে, এমনটি নয়।

তিনি আরও বলেন, 'তাদের কয়েক দিন আগে আটক করা হয়েছে। সংখ্যা আরও বেশি হতে পারে। এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। সুরক্ষা বাহিনীর (এসবিইউ) কাছে হস্তান্তরের পর জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে।'

আটকদের মধ্যে একজনের পরিচয়পত্রের ছবি পাঠিয়েছেন ওই কর্মকর্তা, যাতে জন্মতারিখ ৪ জুন ১৯৯১ এবং জাতিগত পরিচয় হিসেবে হান (চীনের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী) লেখা রয়েছে।

‘স্পষ্ট বার্তা’ জেলেনস্কি

মস্কো ও বেইজিং রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে ‘সীমাহীন অংশীদারিত্ব’ এবং রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করেছে। তবে চীন প্রকাশ্যে এই সংঘাতে নিরপেক্ষ অবস্থান দাবি করে আসছে।

এ ঘটনায় চীনের কাছ থেকে ব্যাখ্যা চেয়ে কিয়েভে নিযুক্ত দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিগা।

তিনি বলেন, 'চীনা নাগরিকরা যদি রাশিয়ার আগ্রাসী বাহিনীর অংশ হয়ে ইউক্রেনে যুদ্ধ করে, তবে চীনের শান্তিপূর্ণ অবস্থান প্রশ্নবিদ্ধ হয় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে বেইজিংয়ের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হয়।'

জেলেনস্কি আরও দাবি করেন, রাশিয়ার পক্ষে যুদ্ধ করা আরও অনেক চীনা নাগরিকের তথ্য ইউক্রেনের হাতে রয়েছে এবং চীনের কাছ থেকে প্রতিক্রিয়া জানতে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, এই ঘটনাই প্রমাণ করে প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ থামাতে নয়, বরং যেকোনো উপায়ে তা চালিয়ে যেতে চাইছেন।

যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া: ‘উদ্বেগজনক’

যুক্তরাষ্ট্র বলেছে, দুই চীনা নাগরিক আটক হওয়ার বিষয়টি উদ্বেগজনক এবং এটি রাশিয়ার প্রতি বেইজিংয়ের সমর্থনের স্তর তুলে ধরে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, “চীন হচ্ছে রাশিয়ার এই যুদ্ধে প্রধান সহযোগী। রাশিয়ার যুদ্ধ পরিচালনায় প্রয়োজনীয় ডুয়াল-ইউজ সামগ্রীর প্রায় ৮০ শতাংশই চীন সরবরাহ করছে।”

তিনি আরও জানান, বৃহস্পতিবার ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দূতাবাস কার্যক্রম পুনরুদ্ধার নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে ইউক্রেন দাবি করেছে, রাশিয়া পশ্চিম কুরস্ক অঞ্চলে হাজার হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েন করেছে এবং এই বিষয়ে পশ্চিমা অংশীদারদের প্রতিক্রিয়া কামনা করছে।

ড্রোন হামলায় আহত ২০

বুধবার ভোরে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি শহরে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ২০ জন আহত হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দনিপ্রোর মেয়র বরিস ফিলাতভ বলেন, পাঁচটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডনেতস্কের গভর্নর ভাদিম ফিলাশকিন জানান, ক্রামাতোরস্কে একটি ‘বৃহৎ ড্রোন হামলায়’ এক শিশু (১১), তার মা ও দাদি আহত হয়েছেন।

খারকিভে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানানো হয়। আঞ্চলিক কৌঁসুলির দপ্তর জানিয়েছে, শহরের একটি শিল্প এলাকায় প্রায় ১৫টি ড্রোন আঘাত হেনেছে, যার মধ্যে কনফেকশনারি ও রং প্রস্তুতকারক প্রতিষ্ঠান রয়েছে।