বাসস
  ২৪ আগস্ট ২০২৫, ১৩:৫০

মেক্সিকোতে ভারী বৃষ্টিপাত ও বন্যায় ২ জনের মৃত্যু

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫ (বাসস) : ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় মেক্সিকোর মধ্যাঞ্চলে দুই জনের মৃত্যু হয়েছে। 

স্থানীয় কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, দেশটির বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

একটি নাগরিক সুরক্ষা প্রতিবেদনের বরাত দিয়ে মেক্সিকো সিটি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার মধ্যরাতের কিছু আগে কুয়েরেতারো শহরে দুটি লাশ পাওয়া গেছে।

প্রতিবেদনটিতে আরো বলা হয়, ‘বৃষ্টির পানির তোড়ে তারা ভেসে গেছে।’ 

কুয়েরেতারোতে শনিবার ভারী বৃষ্টিপাতের হয়েছে, যার ফলে সম্পত্তির ক্ষতি হয়েছে এবং ফেডারেল কর্তৃপক্ষ সামরিক জরুরি দুর্যোগ মোকাবিলা পরিকল্পনা শুরু করেছে।

মুষলধারে বৃষ্টিপাতের কারণে মেক্সিকো সিটিতে দৃশ্যমানতা কমে গেছে। এর ফলে শনিবার ল্যাটিন আমেরিকার অন্যতম ব্যস্ততম বেনিটো জুয়ারেজ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এই মাসের শুরুতে, রাজধানী ও এর আশেপাশের এলাকায় বন্যার কারণে একই বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়, যা ২০২৪ সালে ৪ কোটি ৫০ লাখেরও বেশি যাত্রীকে পরিষেবা প্রদান করে।

মেক্সিকো প্রতি বছর সাধারণত মে থেকে নভেম্বরের মধ্যে বড় ধরনের ঝড়-বৃষ্টির সম্মুখীন হয়।

কিন্তু এ বছর ল্যাটিন আমেরিকার দেশটিতে অস্বাভাবিকভাবে বৃষ্টিপাত হয়েছে। 

সরকারি রেকর্ড অনুসারে, রাজধানীতে ১৯৫২ সালের পর থেকে সবচেয়ে বেশি ঝড়-বৃষ্টি আঘাত হেনেছে।

জাতীয় পানি কমিশন জুন মাসকে ১৯৮৫ সালের পর তৃতীয় বৃষ্টিপাতের মাস হিসেবে রিপোর্ট করেছে।

বিজ্ঞানীরা দেখিয়েছেন যে, মানব-সৃষ্ট কারণে জলবায়ু পরিবর্তন আরও প্রতিকূল আবহাওয়ার ধরণ তৈরি করছে, যা 

ধ্বংসাত্মক বন্যার সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারে।