শিরোনাম
ঢাকা, ১ মে, ২০২৫ (বাসস): জাপানের কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার মূল সুদের হার প্রায় ০.৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক অব জাপান। তবে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে। টোকিও থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।
ব্যাংকটি জানিয়েছে, তারা এখন আশা করছে, ২০২৫ অর্থবছরে জাপানের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ০.৫ শতাংশ বৃদ্ধি পাবে। যা আগের ১.১ শতাংশ পূর্বাভাস থেকে কম। এছাড়া ২০২৬ অর্থবছরের জন্য পূর্বাভাসও কমিয়ে ০.৭ শতাংশ করা হয়েছে, যা পূর্বে ছিল ১.০ শতাংশ।