শিরোনাম
ঢাকা, ১ মে, ২০২৫ (বাসস) : বছরের প্রথম তিন মাসে আমদানি বেড়ে যাওয়ার কারণে মার্কিন অর্থনীতি অপ্রত্যাশিতভাবে সংকুচিত হয়েছে। এই আমদানি বৃদ্ধির পেছনে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক পরিকল্পনার প্রভাব রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়াশিংটন থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।
এপ্রিল মাসের শুরুতে কার্যকর ট্রাম্পের ব্যাপক বাণিজ্য শুল্কনীতি কার্যকর হওয়ার আগে, মার্কিন ভোক্তাদের বিদেশি পণ্য মজুদ করার প্রবণতা ও আমদানির তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এ অবস্থা তৈরি হয়েছে ।
দ্য ইকোনমিক নিউজের বরাত দিয়ে এএফপি জানায়, ওয়াল স্ট্রিট-এর তিনটি প্রধান সূচকই পড়ে গেছে, নাসডাক ২ শতাংশেরও বেশি কমেছে।
ক্যাবিনেট বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প এ পরিস্থিতির জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিকে দায়ী করে বলেন, এটাই বাইডেন, এটি ট্রাম্প নয়। তবে তিনি প্রথম প্রান্তিকে মোট স্থায়ী বিনিয়োগ ২২ শতাংশ বৃদ্ধির বিষয়টিকে বিস্ময়কর ও লক্ষণীয় বলে উল্লেখ করেছেন।
জো বাইডেনের সময় যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রবৃদ্ধি ছিল ২ শতাংশের উপরে ছিল। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রবৃদ্ধি ছিল ২.৮ শতাংশ। কিন্তু চলতি বছরের প্রথম প্রান্তিকে জিডিপি ০.৩ শতাংশ হ্রাস পেয়েছে, যা ২০২২ সালের পর প্রথম সংকোচন।
বুধবার মার্কিন কমার্স ডিপার্টমেন্ট জানিয়েছে, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রথম ত্রৈমাসিকে ০.৩ শতাংশ বার্ষিক হারে হ্রাস পেয়েছে, যা ২০২৪ সালের শেষ মাসগুলোতে ছিল ২.৪ শতাংশ। বাণিজ্য নীতিতে হঠাৎ পরিবর্তনের কারণে আমদানি বৃদ্ধি পেয়েছে বলে জানায় কমার্স ডিপার্টমেন্ট। এটি বাজারের সর্বসম্মত ০.৪ শতাংশ প্রবৃদ্ধির অনুমানের তুলনায় অনেক কম এবং ২০২২ সালের পর এটি প্রথম ত্রৈমাসিক সংকোচন।
বাণিজ্য বিভাগ এক বিবৃতিতে বলেছে, এই সংকোচনের মূল কারণ "আমদানি বৃদ্ধি", যা ভোক্তা এবং সরকারি ব্যয় হ্রাসের সাথে সম্পর্কিত।