বাসস
  ০১ মে ২০২৫, ০০:০১

সুইডেনে ত্রিমুখী প্রাণঘাতী গুলির ঘটনায় সন্দেহভাজন গ্রেফতার

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : সুইডেনে একটি সেলুনে গুলিতে তিন তরুণ নিহত হওয়ার ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। দেশটিতে ক্রমবর্ধমান অস্ত্র সহিংসতার প্রেক্ষাপটে এ ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে বলে বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে।

সুইডেনের উপসালা থেকে এএফপি জানায়, মঙ্গলবারের এ গুলির ঘটনা ঘটে দিবালোকে, ভ্যালবোরি বা ভ্যালপুরগিস বসন্ত উৎসবের ঠিক আগের দিন। এ উৎসবে প্রতি বছর এক লাখের বেশি মানুষ অংশ নেন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী।

'একজনকে হত্যার সন্দেহে গ্রেফতার করা হয়েছে,' বলেন পুলিশ কমান্ডার এরিক একারলুন্ড। স্টকহোমের উত্তরদিকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত উপসালা শহরে মঙ্গলবারের এ ঘটনায় পুরো দেশ স্তম্ভিত হয়ে পড়ে।

সুইডিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের অন্তত একজনের সঙ্গে সংগঠিত অপরাধী চক্রের সম্পৃক্ততা ছিল। তবে পুলিশ এ বিষয়ে নিশ্চিত করেনি।

স্ক্যান্ডিনেভীয় দেশ সুইডেন গত কয়েক বছর ধরে প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর মধ্যে গুলি ও বোমা হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে।

একারলুন্ড জানান, তদন্তের স্বার্থে 'কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে, যাদের ঘটনাটির সঙ্গে সম্পৃক্ত বলে বিবেচনা করা হচ্ছে।'