শিরোনাম
ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস): জার্মানির সমাজতান্ত্রিক দল এসপিডির সহ-নেতা লার্স ক্লিংবাইল দেশটির পরবর্তী অর্থমন্ত্রী ও ভাইস-চ্যান্সেলর হচ্ছেন বলে বুধবার এক দলীয় সূত্র জানিয়েছে।
বার্লিন থেকে এএফপি জানায়, এসপিডির দলীয় নেতৃত্ব সর্বসম্মতিক্রমে ক্লিংবাইলের মনোনয়ন অনুমোদন করেছে। এর আগে দলটি জানায়, তাদের সদস্যরা ব্যাপকভাবে হবু কনজারভেটিভ চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের সিডিইউ/সিএসইউ জোটের সঙ্গে করা চুক্তিকে অনুমোদন দিয়েছেন।