শিরোনাম
ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস): ইরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাকচি জানিয়েছেন, ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু ইস্যুতে চতুর্থ দফার আলোচনা শনিবার ইতালির রোমে অনুষ্ঠিত হবে।
তেহরান থেকে এএফপি জানায়, বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'পরবর্তী দফার আলোচনা রোমে অনুষ্ঠিত হবে।'
আরাকচি আরও জানান, শুক্রবার ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিদের সঙ্গেও ইরানি কর্মকর্তাদের বৈঠক হবে। এই দেশগুলো ২০১৫ সালের পরমাণু চুক্তির পক্ষভুক্ত।