শিরোনাম
ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস): ইসরাইলের পুলিশ বুধবার জেরুজালেম-তেল আবিব মহাসড়ক বন্ধ করে দিয়েছে এবং রাস্তাটির আশেপাশের এলাকাগুলোর বাসিন্দাদের সরিয়ে নিয়েছে, কারণ আগুন আবারও ছড়িয়ে পড়েছে—এক সপ্তাহ আগে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া একই এলাকায়।
জেরুজালেম শহরের প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত কয়েকটি জনপদ খালি করে ফেলা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম। টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা গেছে, দমকলকর্মীরা তীব্র আগুন নেভাতে চেষ্টা চালাচ্ছেন।
জেরুজালেম থেকে এএফপি জানায়, আবহাওয়ার প্রতিকূলতার কারণে জাতীয় অনুষ্ঠানসমূহ আয়োজনের দায়িত্বে থাকা মন্ত্রী মিরি রেগেভ জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় জেরুজালেমে অনুষ্ঠেয় স্বাধীনতা দিবসের প্রধান অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
উচ্চ তাপমাত্রা ও প্রবল বাতাসের কারণে বনাঞ্চলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানায় পুলিশ। অন্তত পাঁচটি জনপদ থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
জরুরি স্বাস্থ্যসেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ এক বিবৃতিতে জানায়, 'এই মুহূর্তে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।'
বিবৃতিতে আরও বলা হয়, 'অ্যাম্বুলেন্স, নিবিড় পরিচর্যা ইউনিট এবং তাৎক্ষণিক সাড়া দেওয়ার যানবাহনগুলো দমকল কার্যক্রমে চিকিৎসাসেবা দিচ্ছে।'
জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির, যিনি ইসরাইলের ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে রয়েছেন, জানিয়েছেন যে তিনি দুর্গত এলাকায় যাচ্ছেন। প্রতি বছর এই সময়টাতে সেখানে বন আগুন লেগে থাকে বলে জানান তিনি।
গত সপ্তাহেও একই এলাকায় আগুন ছড়িয়ে পড়েছিল। তখন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগুন নিয়ন্ত্রণে অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন এবং বলেছিলেন, আগুন যেন জেরুজালেমে পৌঁছাতে না পারে—অবশেষে তা ঠেকানো সম্ভব হয়েছিল।