বাসস
  ৩০ এপ্রিল ২০২৫, ২১:৪৭

শিগগিরই সাক্ষাৎ করবেন মার্ক কারনি ও ডোনাল্ড ট্রাম্প

কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কারনি। ছবি: সংগৃহীত

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস): কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কারনি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার একে অপরের সঙ্গে কথা বলেছেন এবং শিগগিরই সরাসরি সাক্ষাৎ করার বিষয়ে সম্মত হয়েছেন।

অটোয়া থেকে সিনহুয়া জানায়, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সোমবার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে বিজয়ের পরদিনই কারনি ট্রাম্পের সঙ্গে কথা বলেন। এই নির্বাচনে ট্রাম্পের পক্ষ থেকে আরোপিত শুল্ক ও ভূখণ্ড দখলের হুমকির মতো ইস্যুগুলো গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।

বিবৃতিতে আরও বলা হয়, উভয় নেতা কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে একসঙ্গে কাজ করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

বিজয়োত্তর ভাষণে কারনি একাধিকবার কানাডা-যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রসঙ্গ তোলেন এবং চলমান বৈরিতার প্রেক্ষিতে কানাডীয় নাগরিকদের সামনে থাকা চ্যালেঞ্জগুলোর কথা মনে করিয়ে দেন।