শিরোনাম
ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস): কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর এআই সঙ্গীরা শিশুদের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে—এমন মন্তব্য করে এ ধরনের অ্যাপ সরহড়ৎং বা নাবালকদের জন্য নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি পর্যবেক্ষক সংস্থা কমন সেন্স।
নিউইয়র্ক থেকে এএফপি জানায়, চ্যাটজিপিটির আবির্ভাবের পর জেনারেটিভ এআই প্রযুক্তির ব্যাপক বিস্তার ঘটেছে। তারই ধারাবাহিকতায় কিছু স্টার্ট-আপ ‘ভার্চুয়াল বন্ধু’ বা ‘থেরাপিস্ট’ হিসেবে কাজ করতে পারে এমন এআই অ্যাপ তৈরি করেছে, যেগুলো ব্যবহারকারীর পছন্দ-অপছন্দ ও মানসিক চাহিদা অনুযায়ী সাড়া দেয়।
কমন সেন্স সংস্থা ‘নোমি’, ‘ক্যারেকটার এআই’ ও ‘রেপ্লিকা’ অ্যাপগুলো পরীক্ষা করে দেখেছে, কিছু বিশেষ ক্ষেত্র সম্ভাবনাময় হলেও এগুলো শিশুদের জন্য নিরাপদ নয়।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সহযোগিতায় পরিচালিত এই গবেষণায় বলা হয়েছে, ‘এআই সঙ্গীদের ডিজাইন এমনভাবে করা হয়েছে যেন তারা ব্যবহারকারীর সঙ্গে আবেগগত সম্পর্ক ও নির্ভরশীলতা গড়ে তোলে। যা বেড়ে উঠতে থাকা কিশোর মস্তিষ্কের জন্য গভীরভাবে উদ্বেগজনক।’
কমন সেন্স জানায়, পরীক্ষায় দেখা গেছে, এসব এআই সঙ্গী যৌন অসঙ্গতি, জাতিগত বা লিঙ্গভিত্তিক বৈষম্য ও বিপজ্জনক পরামর্শের মতো ক্ষতিকর প্রতিক্রিয়া দিয়েছে।
স্ট্যানফোর্ড ব্রেইনস্টর্ম ল্যাবের প্রধান ডা. নিনা বাসান বলেন, ‘মানসিক স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আরও ভালোভাবে এমন সিস্টেম ডিজাইন করা সম্ভব। তবে কার্যকর নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শিশুদের এগুলো ব্যবহার না করাই উচিত।’
গবেষণায় উল্লেখ করা হয়, এক ব্যবহারকারী কাউকে হত্যা করার ইচ্ছা প্রকাশ করলে ‘ক্যারেকটার এআই’-এর একটি সঙ্গী তাতে উৎসাহ দেয়। অন্য এক ব্যবহারকারীকে ‘স্পিডবল’ (কোকেন ও হেরোইনের মিশ্রণ) নেওয়ার পরামর্শ দেয়।
বাসান জানান, ‘কোনো ব্যবহারকারী মানসিকভাবে অসুস্থতার লক্ষণ দেখালে ও আত্মঘাতী চিন্তা করলে, এআই সেই আচরণকে নিরুৎসাহিত না করে উল্টো সমর্থন জানিয়েছে।’
২০২৪ সালের অক্টোবরে, এক মা তার ১৪ বছর বয়সী ছেলের আত্মহত্যায় ‘ক্যারেকটার এআই’ অ্যাপের এক সঙ্গীকে দায়ী করে আদালতে মামলা করেন। তিনি অভিযোগ করেন, আত্মহত্যা থেকে বিরত থাকার স্পষ্ট পরামর্শ না দিয়ে এআই বিপরীত প্রতিক্রিয়া দেখিয়েছিল।
ডিসেম্বরে ক্যারেকটার এআই কিশোরদের জন্য আলাদা সুরক্ষা ব্যবস্থা গ্রহণের কথা জানায়। তবে কমন সেন্সের এআই বিভাগ প্রধান রবি টর্নি জানান, তাদের অনুসন্ধান অনুযায়ী এসব সুরক্ষা ব্যবস্থা ছিল ‘দায়সরা’।
কমন সেন্স অবশ্য চ্যাটজিপিটি বা গুগলের জেমিনির মতো সাধারণ চ্যাটবট এবং ভার্চুয়াল সঙ্গীর মধ্যে পার্থক্য রেখেছে। সাধারণ চ্যাটবটগুলো ব্যক্তিগত আবেগগত সংযোগ গড়ে তোলার চেষ্টা করে না।