শিরোনাম
ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা মঙ্গলবার তাদের প্রথম স্বতন্ত্র এআই অ্যাপ উন্মোচন করেছে। এই অ্যাপ ব্যবহারকারীদের মেটার জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ দিচ্ছে, যা চ্যাটজিপিটির সঙ্গে সরাসরি প্রতিযোগিতা গড়ে তুলবে।
সান ফ্রান্সিসকো থেকে এএফপি জানায়, ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় কোম্পানির প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেছেন, ‘এখন আমাদের অ্যাপগুলোতে এক বিলিয়ন মানুষ মেটা এআই ব্যবহার করছেন, তাই আমরা আপনাদের জন্য একটি নতুন স্বতন্ত্র মেটা এআই অ্যাপ তৈরি করেছি।’
তিনি বলেন, এই অ্যাপটি ‘ব্যক্তিগত এআই সহকারী’ হিসেবে তৈরি, যা মূলত ভয়েস চ্যাটের মাধ্যমে ব্যবহার করা যাবে এবং ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী ব্যক্তিকৃত অভিজ্ঞতা দেবে।
জাকারবাগ বলেন, ‘শুরুর দিকে আমরা খুবই সাধারণভাবে শুরু করছি, আপনাদের আগ্রহ সম্পর্কে সামান্য কিছু ধারণা নিয়েই। তবে সময়ের সঙ্গে সঙ্গে আপনারা চাইলে মেটা এআইকে আপনার ও আপনার কাছের মানুষদের বিষয়ে আরও অনেক কিছু জানতে দিতে পারবেন।’
সোশ্যাল মিডিয়ায় নিজেদের শক্ত ভিত বজায় রেখে অ্যাপটিতে একটি সামাজিক ফিড সংযোজন করা হয়েছে, যেখানে ব্যবহারকারীরা অন্যদের তৈরি এআই পোস্ট দেখতে পারবেন।
মেটার প্রধান পণ্য কর্মকর্তা ক্রিস কক্স বলেছেন, ‘আমরা একে অপরের কাছ থেকে শিখি, তাই এই ফিচারটি সরাসরি অ্যাপেই রাখা হয়েছে।’
কোম্পানির ওপেন সোর্স এআই মডেলকে ঘিরে আয়োজিত এলএলএমএকন নামের একটি ডেভেলপার সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
কক্স বলেন, ‘আপনার প্রম্পট শেয়ার করতে পারবেন, আপনার তৈরি শিল্পকর্ম শেয়ার করতে পারবেন। এটি খুব মজার একটি বিষয়।’
এই নতুন অ্যাপ ‘মেটা ভিউ’ অ্যাপের জায়গা নিচ্ছে, যা রে-বেন স্মার্ট চশমার সঙ্গী অ্যাপ হিসেবে ব্যবহৃত হতো। এখন ব্যবহারকারীরা চশমা, মোবাইল অ্যাপ ও ডেস্কটপের মধ্যে অবাধে কথোপকথন চালিয়ে যেতে পারবেন।
কক্স বলেন, ‘আমরা ভয়েস-ভিত্তিক অভিজ্ঞতার ওপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছি,
যতটা সম্ভব স্বাভাবিক ইন্টারফেস।’
‘ফোন কলে কথা বলার মতো’
মেটা অ্যাপে একটি পরীক্ষামূলক মোডও যোগ করেছে, যেখানে এআই মানুষের মতো স্বাভাবিক কথোপকথন করতে পারবে।
‘আপনি এতে হঠাৎ কথা থেমে যাওয়া, হাসি আর বাস্তব ডায়ালগ শুনতে পাবেন, যেমনটা ফোন কলে হয়,’ বলেন কক্স।
তবে এই ফিচার বর্তমানে ওয়েব সার্চ করতে পারছে না, তাই খেলাধুলা বা পোপ নির্বাচনের মতো বিষয় জানতে চাওয়ার সুযোগ আপাতত নেই।
ব্যবহারকারীরা চাইলে ইনস্টাগ্রাম বা ফেসবুকে তাদের অ্যাক্টিভিটির ভিত্তিতে মেটা এআইকে তাদের সম্পর্কে জানার অনুমতি দিতে পারবেন।
‘আপনি তাকে আপনার সন্তানের নাম, স্ত্রীর জন্মদিন কিংবা এমন কোনো তথ্য জানাতে পারবেন যা আপনি চান আপনার সহকারী যেন ভুলে না যায়,’ জানান কক্স।
এই আত্মপ্রকাশ এমন এক সময়ে এলো যখন ওপেনএআই-এর চ্যাটজিপিটি সরাসরি ব্যবহারকারীদের কাছে পৌঁছানো এআই সহকারী হিসেবে নেতৃত্ব বজায় রেখেছে এবং নিয়মিত নতুন ফিচার যুক্ত করছে।
এলএলএমএকন ইভেন্টে মেটা তাদের লামা এআই মডেলের নানা সুবিধা তুলে ধরে। এই মডেল ওপেন সোর্স হওয়ায় ডেভেলপাররা প্রয়োজনমতো এটি কাস্টমাইজ করতে পারেন।
অন্যদিকে ওপেনএআই-এর মডেল ক্লোজড, অর্থাৎ এর অভ্যন্তরীণ কাঠামো গোপন রাখা হয়।
জাকারবাগ বলেন, ‘ওপেন সোর্সের অন্যতম মূল্য হচ্ছে আপনি বিভিন্ন মডেল থেকে সেরা উপাদানগুলো মিলিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী এআই তৈরি করতে পারেন। আমি মনে করি, এটা দারুণ এক সম্ভাবনা।’