বাসস
  ৩০ এপ্রিল ২০২৫, ১৪:৩৭

তহবিলের ঘাটতির কারণে ইউক্রেনের মানবিক সহায়তা হ্রাস জাতিসংঘের

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৫ (বাসস) : মঙ্গলবার জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, তহবিল তীব্রভাবে  হ্রাসের ফলে সংস্থাটি ইউক্রেনে তার মানবিক সহায়তা কমিয়ে আনবে। 

জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গত জানুয়ারিতে, জাতিসংঘ ইউক্রেনে সাহায্যের প্রয়োজন এমন ৬০ লাখ মানুষকে সহায়তা করার জন্য ২ দশমিক ৬৩ বিলিয়ন ডলার তহবিলের আবেদন করেছিল।

কিন্তু জাতিসংঘ এবং তার অংশীদাররা মানবিক তহবিলের ‘তীব্র সংকোচনের’ কারণে ১ দশমিক ৭৫ বিলিয়ন ডলারের মাধ্যমে যাতে ৪৮ লাখ মানুষের কাছে পৌঁছানো যায় সে লক্ষে ইউক্রেনে তাদের কার্যক্রমকে পূন অগ্রাধিকার দিচ্ছে বলে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ)  জয়েস মুসুয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানিয়েছেন।

তিনি ব্যাখ্যা করে বলেন, উদ্দেশ্য হল সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং সবচেয়ে প্রয়োজনে থাকা ব্যক্তিদের কাছে মানবিক সহায়তা পৌঁছানো। চারটি মূল অগ্রাধিকারের ওপর কেন্দ্রীভূত: সম্মুখ সারির কাছাকাছি থাকা মানুষ, সরিয়ে নেওয়া, হামলার পরে জরুরি ব্যবস্থা গ্রহণ এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণদের সহায়তা করা।

তিনি আরো বলেন, সহায়তা বৃদ্ধি না করলে প্রয়োজনীয় জীবন রক্ষাকারী প্রচেষ্টাও বিপন্ন হতে পারে। ইউক্রেনে মোট ১ কোটি ২৭ লাখ মানুষের সাহায্যের প্রয়োজন বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের সংস্থাগুলো দাতাদের অবদান, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্য সহায়তা উল্লেখযোগ্যভাবে হ্রাসের পর বিশ্বজুড়ে তাদের কার্যক্রম এবং কর্মীদের সংখ্যা হ্রাসের ঘোষণা দেওয়ার পর এই বিবৃতিটি এসেছে। 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তার মানবিক সংস্থা ইউএসএআইডির তহবিল ৮৩ শতাংশ কমিয়েছে। এখন পর্যন্ত, শুধুমাত্র ইউএসএআইডিই বার্ষিক বাজেট ৪২ দশমিক ৮ বিলিয়ন ডলার পরিচালনা করত। যা বিশ্বব্যাপী বিতরণ করা সমস্ত মানবিক সহায়তার ৪২ শতাংশ।