বাসস
  ১৯ অক্টোবর ২০২৫, ২০:০৬

সিলেটে ২৪ ঘণ্টায় ১০ জনের ডেঙ্গু শনাক্ত

সিলেট, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : সিলেটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যা এই বছর একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। 

স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৯ জনে। চলতি মাসের ১৯ দিনে সিলেটে ৬৬ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

রোববার স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রেরিত ডেঙ্গু সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে বলা হয়, বিভাগের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। এর মধ্যে হবিগঞ্জে সবচেয়ে বেশি ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।

চলতি বছর আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৪৭ জন, সুনামগঞ্জে ৩৭ জন, মৌলভীবাজারে ২৩ জন এবং হবিগঞ্জে ১৪২ জন রোগী শনাক্ত হয়েছে। তবে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ১৮ জন। এর মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে চারজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে দুইজন, নগরের রাগীব রাবেয়া হাসপাতালে একজন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে একজন এবং পার্কভিউ মেডিকেল হাসপাতালে একজন রয়েছেন।

অন্যদিকে করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। রোববার সিলেট বিভাগে কোনো রোগী শনাক্ত হয়নি। 

চলতি বছরে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ৩০ জন। আক্রান্তদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে।