বাসস
  ১৫ অক্টোবর ২০২৫, ১৮:৩৫

ডেঙ্গু আক্রান্ত ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৮

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ও একজন বরিশাল বিভাগের বাসিন্দা। একই সময়ে ৭৫৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৮৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫৮ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১০২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১০০ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫০ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪৭ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৯ জন এবং সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দুইজন রয়েছেন।     
 
গত ২৪ ঘণ্টায় ৭৬৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবৎ মোট ৫৪ হাজার ১১৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।   
 
চলতি বছরে এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৭ হাজার ১৫ জন। এর মধ্যে ৬৫ দশমিক ছয় শতাংশ পুরুষ এবং ৩৪ দশমিক চার শতাংশ নারী রয়েছেন।   
  
গত ২৪ ঘণ্টায় চারজনসহ চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৪২ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছে ৫৭৫ জন।