শিরোনাম
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে নতুন কোনো কোভিড-১৯ (করোনা) সংক্রমণ শনাক্ত হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট দুটি নমুনা পরীক্ষা করা হয়, যেখানে সংক্রমণের হার ছিল শূন্য শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে কেউ মারা যায়নি। ২০২০ সালে মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট মৃত্যু ২৯ হাজার ৫৩১ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।