বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৪
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৯

চট্টগ্রামে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২৮ এবং চিকুনগুনিয়ায় ৪১ জন আক্রান্ত

প্রতীকী ছবি। পেক্সেলস

চট্টগ্রাম, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে ২৮ জন এবং চিকুনগুনিয়ায় ৪১ জন আক্রান্ত হয়েছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৮ জন, বিআইটিআইডিতে চারজন, চট্টগ্রাম সিএমএইচে একজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন এবং বেসরকারি হাসপাতালে তিনজন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর ১ হাজার ৬০৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৫ জন। গেল আগস্ট মাসে আক্রান্ত হন ৭০৫ জন। চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে ৮২৩ জন নগরীর এবং ৭৮৫ জন জেলার অন্য এলাকার বাসিন্দা। এ ছাড়াও আক্রান্তদের মধ্যে ৮৫৪ জন পুরুষ, ৪৮৮ জন নারী ও ২৬৬ জন শিশু রয়েছে।

অন্যদিকে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় চিকুনগুনিয়ায় ৪১ জন আক্রান্ত হয়েছেন। চলতি বছর চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৮৪ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ১ হাজার ৫৩৪ জন, নারী ১ হাজার ১৪৯ জন ও শিশু ২০১ জন।