বাসস
  ২২ আগস্ট ২০২৫, ২০:৩৩

গত ২৪ ঘণ্টায় দেশে ১ জন করোনা আক্রান্ত

ঢাকা, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে এক জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এসময় ৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ২৩ শতাংশ।

আজ এক তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে কেউ মৃত্যুবরণ করেনি। জানুয়ারি ২০২৫ হতে এ পর্যন্ত ৩১ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫৩০ জন করোনায় মৃত্যুবরণ করেছে।