বাসস
  ২৬ জুলাই ২০২৫, ১৮:৫৯

হবিগঞ্জে প্রান্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বিষয়ক সেমিনার 

প্রান্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বিষয়ক সেমিনার। ছবি : বাসস 

হবিগঞ্জ, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিতকরণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাষ্ট-এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আখতারুজ্জামান।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে এ সেমিনারে বক্তব্য রাখেন স্বাস্থ্য হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্মদ্বীপ বিশ্বাস, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী কাজী মহসিন আহমেদ, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মইনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত চক্রবর্তী, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার সাথী, কমিউনিটি ক্লিনিক কর্মকর্তা গৌতম চন্দ্র রায় প্রমুখ।

প্রধান অতিথি মো. আখতারুজ্জামান বলেন, সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগনের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। প্রান্তিক মানুষ যাতে করে সহজেই প্রাথমিক স্বাস্থ্যসেবা পেতে পারে সেজন্য পরিকল্পনা গ্রহন করা হয়েছে। কমিউনিটি ক্লিনিকের জনবল সংকট দূর করে সেগুলোতে আরো প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদান করা হবে।