বাসস
  ২৪ জুলাই ২০২৫, ১৯:২৮

দেশে ২৪ ঘণ্টায় আরও তিনজন করোনায় আক্রান্ত 

ঢাকা, ২৪ জুলাই, ২০২৫ (বাসস : গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, এসময়ে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ২৫৮ জন। 

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২৩ জনের নমুনা পরীক্ষা করে তিনজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এসময়ে করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৪০ শতাংশ। এ যাবত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ।

চলতি বছর মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৬৬১ জনের। এর মধ্যে ৭১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। চলতি বছর করোনায় মোট ২৮ জনের মৃত্যু হয়েছে। দেশে এ যাবত নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩৭ হাজার ৫ জনের। এ যাবত করোনায় মারা গেছেন ২৯ হাজার ৫২৭ জন।