শিরোনাম
ঢাকা, ১৮ জুলাই, ২০২৫ (বাসস): গত ২৪ ঘণ্টায় দেশে দুইজনের শরীরে করোনা (কোভিড-১৯) সংক্রমণ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ৮৪ জনের নমুনা পরীক্ষায় দুইজনের শরীরে এই সংক্রমণ পাওয়া যায়। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৩৮ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৯৮ শতাংশ।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৭ জন এবং ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ২৯ হাজার ৫২৬ জন করোনায় মারা গেছেন।