বাসস
  ১৩ জুলাই ২০২৫, ২০:১৫

চট্টগ্রামে ডেঙ্গুতে এক বৃদ্ধের মৃত্যু, আক্রান্ত ২৩

চট্টগ্রাম, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে  নুরুল হক (৬৫) নামে  ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে  মোট ৪ জনের  মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে আজ একথা জানা গেছে। 

সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৩ জনের মধ্যে ৮ জন পুরুষ, ৮ জন মহিলা ও ৭ জন শিশু রয়েছে। 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত নুরুল হক চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা।  তিনি গত শুক্রবার ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়েছে। 

এর আগে চট্টগ্রামে গত এপ্রিলে ১ জন এবং জানুয়ারিতে ১ জনের ডেঙ্গুতে মৃত্যু হয়।

চলতি বছরের ১২ জুলাই পর্যন্ত চট্টগ্রামে শনাক্ত হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৬০৯, যার মধ্যে ৩৩৯ জন পুরুষ, ১৭৬ জন মহিলা এবং ৯৬ জন শিশু। আক্রান্তদের মধ্যে ২৭৭ জন নগরীর এবং ৩৩২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উল্লেখ্য, ২০২৪ সালে চট্টগ্রামে ৪ হাজার ৩২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল, যার মধ্যে ৪৫ জন মারা যান।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম জানান,  ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে ৩৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।