শিরোনাম
চট্টগ্রাম, ৯ জুলাই, ২০২৫ (বাসস): জেলায় আরও পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে নগরীর ১১টি হাসপাতাল ও ল্যাবে ১০১ জনের করোনা পরীক্ষা হয়। এর মধ্যে পাঁচজনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।
বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
আক্রান্ত পাঁচজনের মধ্যে নগরীর শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১১জনের পরীক্ষায় চারজন এবং চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে ১১ জনের পরীক্ষায় একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের চারজন নগরীর বাসিন্দা।
জেলায় চলতি বছরে এখন পর্যন্ত ১৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। গত জুন মাসে করোনা আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন নারী।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১১টি হাসপাতালে ১০১ জনের পরীক্ষা হয়। এর মধ্যে দু’টি হাসপাতালে পাঁচজনের শরীরে করোনা শনাক্ত হয়। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় মাস্ক পরিধান, বার বার হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন।