শিরোনাম

রাজবাড়ী, ২৪ ডিসেম্বর,২০২৫ (বাসস) : জেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বিতর্ক, কুইজ, ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক ড. মো. মাহমুদুল হক, বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবর রহমান জেলা শিল্পকলা একাডেমী অফিসার মো. মাহমুদুর রহমান ।
বক্তারা বলেন, তারুণ্যের সৃজনশীলতা ও মেধা বিকাশে শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে জ্ঞানভিত্তিক, মননশীল ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি উন্নত, মানবিক ও প্রগতিশীল জাতি হিসেবে গঠন সম্ভব।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রতিযোগী, শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় ১২ জন বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।