শিরোনাম

বাগেরহাট, ৩ ডিসেম্বর ২০২৫ (বাসস) : বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে তারুণ্যের উৎসব-২০২৫ । তারই অংশ হিসেবে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দেশের বিভিন্ন স্থানের খেলোয়াড়দের নিয়ে দিনব্যপী ৮ দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দিনব্যাপী উপজেলা পরিষদের মাঠে অনুষ্ঠিত এই ভলিবল টুর্ণামেন্টে রাড়িপাড়া ইউনিয়ন একাদশ ২-১ সেটে কচুয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা পরিচালনা করেন দিহিদার মুজিবুর রহমান, নেয়ামুল মোরশেদ নাদিম ও আমিন হাজরা।
সকালে প্রধান অতিথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম আহমদ, উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও গজালিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা. মোঃ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও রাড়িপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ হাসিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও কচুয়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মহম্মদ রায়হান।