বাসস
  ০১ ডিসেম্বর ২০২৫, ২০:২৩

তারুণ্যের উৎসব উপলক্ষে সুনামগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

ছবি : বাসস

ঢাকা, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া অধিদপ্তর কর্তৃক আয়োজিত সুনামগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত কুমার চন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মো. সোহাগ মিয়া।

ফাইনাল ম্যাচে তাহিরপুর উপজেলার বাদাঘাট কলেজ ১-০ গোলে শান্তিগঞ্জ উপজেলার আবদুল মজিদ কলেজকে হারিয়ে শিরোপা জয় করে। চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।