শিরোনাম

জয়পুরহাট, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায়, জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে তারুন্যের উৎসব-২০২৫ উপলক্ষে “এসো দেশ বদলাই, পুথিবী বদলাই” এ স্লোগানকে সামনে নিয়ে জয়পুরহাটে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট।
সোমবার বিকেলে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুন্নবী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকার, ক্রীড়া সংস্থার প্রতিনিধি সামস মতিন।
আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহন নিচ্ছে। আগামী শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় আমদই ইউনাইটেড কলেজ বনাম আক্কেলপুর মজিবর রহমান সরকারী কলেজ।