বাসস
  ০১ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৪

বরিশালে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

বরিশাল, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : “তারুণ্যের উৎসব-২০২৫” উদযাপন উপলক্ষে বরিশালে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো খায়রুল আলম সুমন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফারজানা ইসলাম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আঞ্চলিক উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লুসিকান্ত হাজং। তারুণ্যের ইতিবাচক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে সুস্থ ধারার দিকে পরিচালিত করতে নিয়মিত এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন সংশ্লিষ্টরা। এই টুর্নামেন্ট তরুণদের মাদক, অপরাধ ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের পথ দেখাবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ জেলার বিভিন্ন কলেজের দল অংশগ্রহণ করছে।