শিরোনাম

কুমিল্লা, (দক্ষিণ) ২০ নভেম্বর (বাসস) : নতুন বাংলাদেশ গড়ে তুলতে জেলার চৌদ্দগ্রামে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক তারুন্য নির্ভর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলীর সভাপতিত্বে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক।
বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম মীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান, নজমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ একেএম শামসুদ্দীন এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি মো. এমরান হোসেন বাপ্পি।
সভায় বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ উন্নয়ন, মানবিক রাষ্ট্র গঠন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। ‘তরুণ সমাজই আগামী বাংলাদেশের চালিকাশক্তি। তাদের মানবিক গুণাবলি, দায়িত্ববোধ, সৃজনশীলতা ও ইতিবাচক চিন্তাধারা জাতিকে সামনে এগিয়ে নেওয়ার মূল শক্তি’।
সভায় শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। তরুণদের মতামত ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও একটি মুক্ত আলোচনা হয়, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের স্বপ্ন, লক্ষ্য এবং সমাজ পরিবর্তনের ভাবনা তুলে ধরেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বই, প্যামপ্লেট, ট্রেনিং তথ্যাবলি ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।