শিরোনাম

রাঙ্গামাটি, ২০নভেম্বর, ২০২৫ (বাসস): জেলায় তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু জাফর।
জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য মন্ত্রণালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য কর্মকর্তা রাহুল বণিকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, জেলা সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহম্মেদ, জেলা গণগ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান এস এম আসিফ প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার আবু জাফর বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। তরুণদের সঠিকভাবে গড়ে উঠতে হলে ভালোভাবে পড়ালেখা করতে হবে, খেলাধুলা করতে হবে এবং নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। শক্তিশালী তরুণ প্রজন্মই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে।
সভার আগে জেলা তথ্য অফিসের সংশ্লিষ্ট বিষয়ের উপর একটি প্রামাণ্য চিত্র প্রর্দশন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।