বাসস
  ০৮ নভেম্বর ২০২৫, ১৬:৪৫

শেরপুরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শেরপুরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত। ছবি: বাসস

শেরপুর, ৮ নভেম্বর, ২০২৫ (বাসস): তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শেরপুরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে আজ শনিবার দুপুরে সরকারি গণগ্রন্থাগার হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল।

গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জুনিয়র লাইব্রেরিয়ান আকলিমা খাতুন। এ সময় বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ প্রমুখ।

কুইজ প্রতিযোগিতায় পৃথক দুটি গ্রুপে ৬ জন এবং বিভিন্ন সময়ে অনুষ্ঠিত ছড়া প্রতিযোগিতায় বিজয়ীসহ মোট ৩৩ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।