বাসস
  ১৮ আগস্ট ২০২৫, ২০:৫৬
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ২১:৩০

৪৩তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নিশিপের ষষ্ঠ রাউন্ড শেষে দুইজন শীর্ষে

ঢাকা, ১৮ আগস্ট ২০২৫ (বাসস) : বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৪৩ তম জাতীয় মহিলা ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে  দুইজন খেলোয়াড় বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম।মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। 

পাঁচ পয়েন্ট করে নিয়ে ২ জন খেলোয়াড় মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। খেলোয়াড়রা হলেন- মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ ও বরিশালের জান্নাতুল প্রীতি। 

ষষ্ঠ রাউন্ডের খেলা সোমবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। ষষ্ঠ রাউন্ডের খেলায় মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুসরাত জাহান আলোকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দারকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা আসিয়া সুলতানাকে, জান্নাতুল প্রীতি তাবাসসুম সাদিয়া শাহজাহানকে পরাজিত করেন। 

মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলিভা চৌধুরি তাসফিয়া প্রিমার সাথে ও মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলিভা চৌধুরীর সাথে ড্র করেন।

আগামীকাল সপ্তম রাউন্ডের খেলা বেলা ৩টা থেকে একই স্থানে শুরু হবে।