শিরোনাম

ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর একটি অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।
বাংলাফ্যাক্ট জানায়, ইন্টারনেটে একটি ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে যেখানে দাবি করা হচ্ছে তারেক রহমান বলেছেন, ‘মেট্রোরেলের খরচ খুব বেশি, ক্ষমতায় আসলে জনগনের সুবিধার্থে মেট্রোরেল বন্ধ করে দিয়ে ডিজিটাল লোকাল বাস চালু করবো আমরা।’
অনুসন্ধানে দেখা গেছে, তারেক রহমান এমন কোনো মন্তব্য বা ঘোষণা দেননি।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, তারেক রহমান প্রকৃতপক্ষে ঢাকার যানজট নিরসনে বিদ্যমান মেট্রোরেল নেটওয়ার্কের পাশাপাশি ‘মনোরেল’ চালুর পরিকল্পনার কথা উল্লেখ করেছেন। তার এই বক্তব্যকে বিকৃত করে মেট্রোরেল বন্ধের অপপ্রচার চালানো হচ্ছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটি বিশেষ মহল থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। বিশেষ করে ভারতের কিছু গণমাধ্যম, সেখান থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেইসবুক পেইজ থেকে অন্তর্বর্তীকালীন সরকার ও আন্দোলনে অংশ নেওয়া দলগুলোকে লক্ষ্য করে এসব অপতথ্য ছড়ানো হচ্ছে।
পিআইবি’র এই ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিমটি নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরছে। এরই মধ্যে তারা ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য ও গুজব শনাক্ত করেছে। দেশে চলমান গুজব ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি।