শিরোনাম

ঢাকা, ১৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজধানীতে কিশোরী হত্যায় অভিযুক্ত মিলন মল্লিক হিন্দু নন বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
ফ্যাক্টওয়াচ জানায়, রাজধানীতে কিশোরী হত্যায় অভিযুক্ত মিলন মল্লিক হিন্দু নন বলে শনাক্ত করা হয়েছে।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, ‘হিন্দু যুবকের হাতে মুসলিম কিশোরী নৃশংসভাবে খুন’-এমন দাবিতে একটি খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, মিলন মল্লিক নামক এক হিন্দু যুবক নীলা নামের এক মুসলিম কিশোরীকে খুন করেছে। এসব পোস্টে ঘাতকের ধর্মীয় পরিচয়কে হাইলাইট করা হচ্ছে। তবে বাংলাদেশ সংবাদ সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থার আনুষ্ঠানিক সংবাদ থেকে জানা যাচ্ছে, উক্ত যুবকের নাম মো. মিলন মল্লিক, যা মুসলিম পরিচয় নির্দেশ করে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।
দেশে চলমান গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে ফ্যাক্টওয়াচ কাজ করছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচ সেসব বিষয় নিয়মিতভাবে যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।