বাসস
  ২৮ জুলাই ২০২৫, ১১:২৫

আটক রিয়াদ পুলিশ সংস্কার কমিশনের সদস্য ছিলেন না : ফ্যাক্টওয়াচ

ছবি : ফ্যাক্টওয়াচ

ঢাকা, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : চাঁদাবাজি করতে গিয়ে আটক হওয়া আব্দুর রাজ্জাক রিয়াদ পুলিশ সংস্কার কমিশনের সদস্য ছিল বলে বিভ্রান্তিকর প্রচারণা চলছে। কিন্তু এটিকে মিথ্যা প্রমাণ করেছে ফ্যাক্টওয়াচ।

ফ্যাক্টওয়াচ জানায়, শনিবার গুলশানে চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা আব্দুর রাজ্জাক রিয়াদও রয়েছেন। এরপরই ফেসবুক ও কিছু সংবাদমাধ্যমে প্রচারিত হয় যে, তিনি পুলিশ সংস্কার কমিশনের সদস্য ছিলেন।

তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে, রিয়াদ পুলিশ সংস্কার কমিশনের সদস্য নন বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। কমিশনে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে ছিলেন জারিফ রহমান।

লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত ফ্যাক্টওয়াচ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুয়া খবর, গুজব এবং অপতথ্য প্রতিরোধে কাজ করছে।

সম্প্রতি গুজব, ভুয়া ভিডিও এবং বিভ্রান্তিকর সংবাদ ছড়ানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যা প্রতিরোধে ফ্যাক্টওয়াচ নিয়মিতভাবে ফ্যাক্ট চেক করে সত্য তথ্য তুলে ধরছে।