বাসস
  ১৭ আগস্ট ২০২৫, ১৬:০৬
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৯:৫৬

লালমনিরহাটে ফের দুজনকে পুশইন করলো বিএসএফ

প্রতীকী ছবি

লালমনিরহাট, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস): জেলার পাটগ্রাম সীমান্তে ফের দু’জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুশইন করা দুই ব্যক্তি শারীরিক প্রতিবন্ধী। 

আজ রোববার ভোরে পঁয়ষট্টিবাড়ী সীমান্তের ৮৪৫ নম্বর পিলার দিয়ে পুশইন করা হয় তাদের। পরে প্রধানপাড়া এলাকা থেকে বিজিবি তাদের আটক করে।

বিজিবি জানিয়েছে, বিএসএফ-এর ৯৮ ব্যাটালিয়নের বাড়ি ক্যাম্প থেকে তাদের বাংলাদেশে পুশইন করা হয়েছে। 

পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ ওসি মো. মিজানুর রহমান জানান, আটককৃত ব্যক্তিরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।