বাসস
  ২৭ মে ২০২৫, ১১:৩৫

জুলাইয়ে নিহত পুলিশের ছবি দাবি করে ছড়ানো হচ্ছে জীবিত ব্যক্তির ছবি : রিউমার স্ক্যানার

ছবি: রিউমার স্ক্যানার

ঢাকা, ২৭ মে, ২০২৫(বাসস) : জুলাইয়ে নিহত পুলিশের ছবি দাবি করে ছড়ানো হচ্ছে জীবিত ব্যক্তির ছবি। বিভ্রান্তিকর এ অপপ্রচার ও অপতথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে নিয়োজিত রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

রিউমার স্ক্যানারের ফ্যাক্টচেক টিম জানায়, ‘জুলাইয়ে নিহত পুলিশের ছবি দাবি করে ছড়ানো হলেও প্রকৃতপক্ষে ছবিটি জীবিত এক পুলিশ সদস্যের।’

রিউমার স্ক্যানারের অনুসন্ধান টিম ফ্যাক্টচেক করে জানায়, ‘প্রকৃতপক্ষে, ছবিটি ডেমরা পুলিশ লাইন্সে কর্মরত পুলিশ সদস্য জসিম ওস্তাদের। তিনি সুস্থ আছেন এবং এমন কোনো ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই বলে রিউমার স্ক্যানারকে নিশ্চিত করেছেন।’

একটি মহল দেশ-বিদেশ থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে নানা গুজব, ভুল তথ্য, অপতথ্য ছড়াচ্ছে এমন প্রমান মিলেছে ফ্যাক্টচেক করে। রিউমার স্ক্যানার জানায়, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে।

শুধু এপ্রিল মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৯৬টি ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।