বাসস
  ২৮ নভেম্বর ২০২২, ১৮:১২

বিমানবন্দরে জব্দ করা ১০টি বিদেশি ঈগল বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর

গাজীপুর, ২৮ নভেম্বর, ২০২২ (বাসস): হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা ১০টি বিদেশি ঈগলকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। 
আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা।
তিনি জানান, মেসার্স সারা এগ্রো নামে আমদানিকারক প্রতিষ্ঠান সুদান থেকে বৈধভাবে আনা ১৫টি হর্ণবিল পাখির সঙ্গে এনওসি বহির্ভূত ১০টি ঈগলও বাংলাদেশে নিয়ে আসে। গত শনিবার দুপুরে কাস্টমস কর্তৃপক্ষ ঈগল পাখিগুলো জব্দ করে। পরে ওই আমদানিকারকের বিরুদ্ধে মামলা দায়ের ও তাদের কাছ থেকে ১৯ লাখ ৮৮ হাজার ৫৫৫ টাকা জরিমানা আদায় করা হয়। পাখিগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করে বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ। পরে পাখিগুলোকে পরিপালন ও সংরক্ষণের জন্য গত রোববার গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়