বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৪

রাঙ্গামাটিতে ‘পদ্মাকন্যা শেখ হাসিনা’ গীতি আলেখ্যানুষ্ঠান 

রাঙ্গামাটি, ৩ সেপ্টেম্বর, ২০২২ (বাসস): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবর্ষ উদযাপন উপলক্ষে জেলা শহরে আজ এক গীতি আলেখ্য ও বহুভাষিক আবৃত্তি অনুষ্ঠান করা হয়েছে।
বিকেল ৪টায় পিস অ্যান্ড হারমোনি ট্রাস্টের উদ্যোগে রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠী কালচারাল ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে রচিত গীতি আলেখ্যানুষ্ঠান ‘পদ্মাকন্যা শেখ হাসিনা’ শীর্ষক এই অনুষ্ঠান করা হয়।
কবি আনিস মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত গীতি আলেখ্য ও বহুভাষিক আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল আজাদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই নিউজ এডিটর কবি নিয়ামত আলী, ব্রাক্ষণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিজন চৌধুরী, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন রুবেল, বোধন আবৃত্তি স্কুলের প্রিন্সিপাল পারভেজ চৌধুরী, কবি আসলাম সানী, হেদায়েতুল আজিজ মুন্না প্রমূখ।
আলোচনা সভার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে রচিত বিভিন্ন কবিতা ও গান পরিবেশন করেন রাঙ্গামাটি স্থানীয় শিল্পীগোষ্ঠী সুর নিকেতন।
এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তিন পার্বত্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কবিরা নিজস্ব ভাষায় কবিতা আবৃত্তি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়