বাসস
  ১৩ আগস্ট ২০২২, ১৪:৫৬

বগুড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

বগুড়া, ১৩ আগস্ট, ২০২২ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ৪৭তম  শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়া জেলা  পুলিশের আয়োজনে  পুলিশ লাইন অডিটোরিয়ামে আজ দুপুর ১২টায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন  প্রতিযোগিতাসহ ৪ দিনব্যাপী নানা প্রতিযোগিতা  শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস  উপলক্ষে রচনা,  গ্রন্থ পাঠ, ক্যুইজ ও উপস্থিত বক্তৃতা  ।
 প্রতিযেগিতার উদ্বোধনী অনুষ্ঠানে জাতির পিতার আদর্শকে  মনে ধারণ করে দেশ গড়ার আহ্বান জানালেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। এসময় তিনি শিশু কিশোরদের বঙ্গবন্ধুর দেখানো পথে চলতে আহ্বান জানান। 
বগুড়ায় পুলিশের এ আয়োজনে মোট সহ¯্রধিক শিক্ষার্থী  প্রতিযোগিতা গুলোতে অংশ নিয়েছেন।  ৩৪ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর অংশ নিয়েছেন। ক্যুইজ প্রতিযোগিতায় ৮৬৪ ও  ২০৮ জন চিত্রাংকন প্রতিযোগী অংশ নিয়েছে। এছাড়া রচনা প্রতিযোগতায় ৪ সহ¤্রাধিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। ১৫ আগস্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়