শিরোনাম

ঢাকা, ২৩ ডিসেম্বর ২০২৫ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মঞ্চায়িত হবে যাত্রাপালা ‘আলোমতি প্রেমকুমার’।
হবিগঞ্জের যাত্রাদল ‘দি নিউ ছোবহান অপেরা’ একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এই পালাটি মঞ্চায়ন করবে। পালাটির পালাকার হিসেবে রয়েছেন জসিমউদ্দিন এবং পরিচালনায় থাকবেন আমজাদ হোসেন।
এর আগে আজ মঙ্গলবার একই সময়ে একই স্থানে টাঙ্গাইলের ‘কাজল অপেরা’ মঞ্চায়ন করেছে যাত্রাপালা ‘লাইলি মজনু’। এ পালাটির পালাকার ছিলেন শ্রী চারুচন্দ্র রায় এবং পরিচালনায় ছিলেন গাজী রাজ্জাক।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিবন্ধন প্রক্রিয়ায় অংশ নেওয়া যাত্রাদলগুলো এই আয়োজনে অংশগ্রহণ করছে।